<![CDATA[
ঢাকা জেলা বিাদে দেশের সব জেলায় শনিবার (২৫ ফেব্রুয়ারি) পদযাত্রা করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে একটি দল ও সমমনা দুটি জোটের সঙ্গে আলাপ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
আরও পড়ুন: পাকিস্তান আমলে শান্তি কমিটি, এখন হচ্ছে শান্তি সমাবেশ: নজরুল ইসলাম
তত্ত্বাবধায়কের দাবি আদায় না হওয়া পর্যন্ত মাঠে থাকার ঘোষণা দিয়ে নজরুল ইসলাম জানান, নির্বাচনকালীন সরকারের দাবিতে বিএনপি অনড় অবস্থানে রয়েছে।
বিএনপির এ নেতা বলেন, ‘এ অবৈধ, অনির্বাচিত, ফ্যাসিবাদী সরকারের অবসান চাই। সেই লক্ষ্যে গণতান্ত্রিক শক্তি হিসেবে আমরা এ সংসদের বাতিল, সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা এবং তার অধীনে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন চাই।’
তিনি জানান, শান্তিপূর্ণ কর্মসূচি দিয়েই ১০ দফা দাবি আদায় করা হবে। তবে ভবিষ্যত কর্মসূচি কী হবে তা নির্ভর করছে সরকারের আচরণের ওপর।
যুগপৎ আন্দোলনের ৭টি কর্মসূচি শেষে শনিবার ঢাকা জেলা বাদে দেশের সব জেলায় পদযাত্রা করবে দলটি। এরইমধ্যে কর্মসূচি সফল করতে মাঠ পর্যায়ে নির্দেশনাও দিয়েছেন দলটির নেতারা।
এদিন সকালে এক অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির আরেক সদস্য ড. মঈন খান ‘গণতন্ত্র হরণ করে ক্ষমতাসীনরা জনগণের সঙ্গে প্রতারণা করছে’ বলেও অভিযোগ করেন।
আরও পড়ুন: আন্দোলন করে আ.লীগের পতন ঘটানোর সক্ষমতা কারো নেই: হানিফ
তিনি বলেন, ’সরকার মুখে গণতন্ত্রের কথা বলে কিন্তু কাজে করে বাকশাল একদলীয় সরকার। এভাবে প্রতারণার শিক্ষা আমরা আমাদের দেশের মানুষকে দিব না।’
শুক্রবার সকালে দৈনিক দিনকাল পত্রিকার ডিক্লেয়ারেশন বাতিলের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ করেন সম্মিলিত পেশাজীবী পরিষদ। এ কর্মসূচিতেও অংশ নেন বিএনপি নেতারা।
]]>
The post BNP marches in all districts except Dhaka on Saturday appeared first on TheTopDailyNews.
2023-02-25 05:20:28 ,
Source link
#BNP #marches #districts #Dhaka #Saturday